বিশিষ্ট শিক্ষানুরাগী দানশীল ব্যক্তি জনাব মুলফুত উল্লা ৯০ শতক জমি বিদ্যালয়ের নামে দান করেছেন। ১৯৭৪ সালে উক্ত জমি জেলা প্রশাসক বরাবরে রেজিষ্টারী করে দেওয়া হয়েছে। প্রথমে বাশ এবং বেড়া দিয়ে ঘর নির্মান করে পড়ালেখার চালানো হয়েছিল।
বিদ্যালয়টি রেজিষ্টেশন পায় ২৫/৭/১৯৯০ সনে। চাউরুলী গ্রামের মধ্যে অবস্থিত এই বিদ্যালয়। উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার অনেক ছাত্র/ছাত্রী লেখাপড়া করার সুযোগ পায় ফলে আজ অনেক বিভিন্ন কর্মক্ষেত্রে চাকুরী করার সুযোগ লাভ করেছে।
প্রাক প্রাথমিক | ১ম শ্রেনী | ২য় শ্রেনী | ৩য় শ্রেনী | ৪র্থ শ্রেনী | ৫ম শ্রেনী | ||||||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী |
০৬ | ১৪ | ২২ | ২০ | ২৭ | ১৮ | ২২ | ১৬ | ১৬ | ১৬ | ১০ | ২০ |
মোট- ২০ জন | মোট- ৪২ জন | মোট- ৪৫ জন | মোট- ৩৮ জন | মোট- ৩২ জন | মোট- ৩০ জন | ||||||
সর্বমোট- | ২০৭ জন ছাত্রছাত্রী ।
|
বর্তমানপরিচালনাকমিটি
ক্রমিকনং | নাম | পদবী |
০১ | তোতা মিয়া | সভাপতি |
০২ | ইসমাইল মিয়া | সহ-সভাপতি |
০৩ | রিফাত মিয়া | সদস্য |
০৪ | মুলফত উল্লা | ভূমি দাতা |
০৫ | মীর সালেহ উদ্দিন | সদস্য |
০৬ | ইয়ারুন নেছা | ইউপি সদস্য |
০৭ | বুধু মিয়া | ,, |
০৮ | সাফিয়া বেগম | সদস্য |
০৯ | নেহারুন বেগম | ,, |
১০ | ধীরেশ চন্দ্র সরকার | ,, |
১১ | নাছিমা বেগম | ,, |
১২ | মীর জয়নাল আবেদীন | সদস্য সচিব |
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
৭০% | ৩৬% | ৭৫% | ৭৫% | ১০০% |
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
- | - | - | - | - |
জাতীয় দিনগুলি আড়ম্বরের সহিত পালন ও ছাত্রছাত্রীরা বিভিন্ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে থাকে।
ভবিষ্যতে এই বিদ্যালয়টি জুনিয়র হলে ১ম শেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রী লেখাপড়ামান বৃদ্ধী পাবে।
টেংরা হইতে তারাপাশা এবং তারাপাশা হইতে সিএনজি যোগে এই বিদ্যালয়ে যাওয়া যায়।
১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
- | - | তামান্না আক্তার | সাকিল মিয়া | অপি বেগম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস