মহরুম ইসমাইল মিয়ার উদ্যোগে ১৯৪৬ সনে স্কুল্টি প্রতিষ্টালাভ করে। এবং ১৯৭৩ সনে জাতীয়করন হয়। পরবর্তীতে দাতা গৌরাঙ্গঁ চন্দ্র দাস স্থায়ী ভুমির বান্দবস্ত করেন। বর্তমানে স্কুলটি ইসলামপুরে তার ঐতিয্যে দাঁড়িয়ে আছে।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রী সংখ্যাঃ
ক্রমিক নং | শ্রেনী | ছাত্রী | মোট |
০১ | প্রাক প্রাথমিক | ১৫ | ২৩ |
০২ | ১ম শ্রেনী | ২৬ | ৪৫ |
০৩ | ২য় শ্রেনী | ৪১ | ৭৭ |
০৪ | ৩য় শ্রেনী | ৩৭ | ৬৬ |
০৫ | ৪র্থ শ্রেনী | ৪৩ | ৭৬ |
০৬ | ৫ম শ্রেনী | ৩১ | ৪৪ |
১১ সদস্য বিশিষ্ট কমিটি।
২০০৮- ৮২.৩৫%
২০০৯- ৭৪.৫৭%
২০১০- ৭০%
২০১১- ৫৬%
২০১২- ১০০%
বিগত বছরে শতভাগ ফলাফল না হলে ও বর্তমানে শতভাগ ফলাফল অর্জন।
শতভাগ পাশের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বাচাই করা এবং প্রতিষ্টানের সুনাম অনুক্ষ রাখা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস