বিদ্যালয়টি একটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ইহা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়ে ১০জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়ে শিশু শ্রেণী বিদ্যমান রয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিকঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
প্রাক প্রাথমিক | ৭ | ৭ | ১৪ |
১ম | ৩৫ | ৩৮ | ৭৩ |
২য় | ৩৩ | ২৮ | ৬১ |
৩য় | ৩০ | ২৩ | ৫৩ |
৪র্থ | ৩৩ | ২১ | ৫৪ |
৫ম | ১৭ | ২৩ | ৪০ |
সর্বমোট | ১৫৫ | ১৪০ | ২৯৫ |
১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বিদ্যমান।
নতুন পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়াধীন।
বিদ্যালয়ে গুনগত মানের লেখাপড়ার বৃদ্ধি সাধান, বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং জি,পি,এ-৫ এর সংখ্যা বাড়ানোর পরিকল্পা রহিয়াছে।
রাজনগর মডেল সরকারী প্রাথমীক বিদ্যালয় অফিস, রাজনগর, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস