বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৮৬৬ সালে।
মোট জমির পরিমান ৫৮ শতক।
১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারী করন করা হয়েছে।
বিদ্যালয়টির ভৌগলিক অবস্থা সমতল।
বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৪ জন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিকঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
প্রাক প্রাথমিক | ১০ | ৬ | ১৬ |
১ম | ১২ | ১৯ | ৩১ |
২য় | ১৩ | ১৩ | ২৬ |
৩য় | ১২ | ১০ | ২২ |
৪র্থ | ১৩ | ৮ | ২১ |
৫ম | ৬ | ৫ | ১১ |
সর্বমোট | ৬৬ | ৬১ | ১২৭ |
পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১২জন। পুরুষ ৭ জন, মহিলা ৫ জন।
বিদ্যালয়ে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় উন্নীত করা।
৫ম শ্রেণীর শিক্ষার্থীর কোচিং এর ব্যবস্থা।
মা সমাবেশ এবং বিদ্যালয় পিরষ্কার পরিচন্ন রাখা।
অফিস
নন্দীউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
নন্দীউড়া, কর্ণিগ্রাম, রাজনগর, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস