টেংরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত এই বিদ্যালয়। বাগান কতৃপক্ষের উদ্যোগে এই বিদ্যালয়টি স্থাপন করা হয়, পরবর্ত্তিতে তা জাতীয়করন করা হয়। একটি সুন্দর পরিবেশে এই বিদ্যালয়টি দাড়িয়ে আছ। এখানে বাগানের এবং এর আশেপাশের অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে। টিনের তৈরী এ বিদ্যালয়টিতে মিড ডে চালু রয়েছে। বাগানের মানুষজন এ বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখে।
প্রাক প্রাথমিক | ১ম শ্রেনী | ২য় শ্রেনী | ৩য় শ্রেনী | ৪র্থ শ্রেনী | ৫ম শ্রেনী | ||||||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী |
- | - | ২০ | ১০ | ০৭ | ১৩ | ১১ | ০৯ | ০৭ | ১২ | ১০ | ০৬ |
- | মোট- ৩০ জন | মোট- ২০ জন | মোট- ২০ জন | মোট- ১৯ জন | মোট- ১৬ জন | ||||||
সর্বমোট- | ১০৫ জন ছাত্রছাত্রী । |
সভাপতিসহ ১১জন সদস্য বিশিষ্ট এই বিদ্যালয়ের পরিচালনা কমিটি।
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
৫৫% | ৮০% | ৯৩% | ১০০% | ১০০% |
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
- | - | - | - | - |
প্রতিবছর জাতীয় দিবসগুলো আড়ম্বরের সহিত পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে থাকে।
ঝড়ে পড়া রোধ করব, ১০০% ভর্তি নিশ্চিত করব। মা সমাবেশ যথাসময়ে পালন করব। বিদ্যালয়কে উন্নয়নের পথে নিয়ে যাওয়া।
টেংরা থেকে প্রায় ১কি:মি: দুরে এর অবস্থান। সিএনজি অথবা ইজি বাইকের মাধ্যমে সহজেই যাওয়া যায়।
১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
- | বৃষ্টি গোড় | সুমাইয়া | সজল গোড় | শুভ নাইডু |
|
|
|
| ঊষা নাইডু |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস