টেংরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিদ্যালয়টি অবস্থিত। মরহুম ডা: আব্দুল মন্নান সাহেবের নেতৃত্বে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার মধ্যে এটি একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বৎসর এখান থেকে ছাত্রছাত্রীরা বৃত্তি পাশ করেছে। বিদ্যালয়ের চর্তুদিকে সবুজ সোনালী ধান ক্ষেত। ছায়ানিবিড় পরিবেশে এই বিদ্যালয় অবস্থিত।
প্রাক প্রাথমিক | ১ম শ্রেনী | ২য় শ্রেনী | ৩য় শ্রেনী | ৪র্থ শ্রেনী | ৫ম শ্রেনী | ||||||
ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী | ছাত্র | ছাত্রী |
১১ | ১০ | ২০ | ১০ | ১৪ | ২১ | ১৮ | ০৯ | ১১ | ১১ | ১২ | ১০ |
মোট-২১ জন | মোট- ৩০ জন | মোট- ৩৫ জন | মোট- ২৭ জন | মোট- ২২ জন | মোট- ২২ জন | ||||||
সর্বমোট- | ১৫৭ জন ছাত্রছাত্রী । |
১২জন সদস্য বিশিষ্টা এই বিদ্যালয়ের পরিচালনা কমিটি।
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
৮৮% | ৯৬% | ৯৪% | ১০০% | ১০০% |
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
১টি | ১টি | - | - | ২টি |
শতভাগ পাশ নিয়মিত বৃত্তি প্রাপ্ত, শতভাগ ভর্তি, ঝড়েপড়া রোধ।
মান সম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শতভাগ পাশ নিয়মিত বৃত্তি ও মা সমাবেশ, অভিভাবক সমাবেশ করা।
টেংরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই বিদ্যালয়টি অবস্থিত। টেংরা থেকে প্রায় ৩ কি:মি: দুরে। বাস/সিএনজি/রিক্সা অথবা ইজি বাইকের মাধ্যমে সহজেই এই বিদ্যালয়ে যাওয়া যায়।
২০০৬ | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১২ |
রিফাতুল ইসলাম | আকবর হোসেন | সানজিদা আক্তার | আতাউল ইসলাম | শ্রবানী দাশ |
মোঃ আসাদুজ্জামান | - | - | - | ফাতেমা ফারজানা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস