এই মাদ্রাসাটি টেংরা ইউনিয়নে মৌলভীবাজার কুলাউড়া রোড়ে একটি সুন্দর পরিবেশে অবস্থিত। একটি দালান একটি মসজিদ এবং টিন সেটের ঘর রয়েছে। এখানে প্রায় ৫৭১ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে।
মোট ছাত্র/ছাত্রী সংখ্যা
সাল | শ্রেণী | বালক | বালিকা | মোট |
২০১৩ইং | ১ম | ১৮ | ০৯ | ২৭ |
,, | ২য় | ১৭ | ১৩ | ৩০ |
,, | ৩য় | ২১ | ০৫ | ২৬ |
,, | ৪র্থ | ৪০ | ০৭ | ৪৭ |
,, | ৫ম | ৫৪ | ৩০ | ৮৪ |
,, | ৬ষ্ঠ | ৫৯ | ১৬ | ৭৫ |
,, | ৭ম | ৩৫ | ১২ | ৪৭ |
,, | ৮ম | ৪৬ | ০৯ | ৫৫ |
,, | ৯ম | ৩৪ | ১২ | ৪৬ |
,, | আলিম ১ম | ২৬ | ০৯ | ৩৫ |
,, | আলিম ২য় | ৩৬ | ১৯ | ৫৫ |
,, | ফা: ১ম | ১৪ | ০৬ | ২০ |
,, | ফা: ২য় | ১৬ | ১২ | ২৮ |
,, | ফা: ৩য় | ০৬ | ০৬ | ১২ |
সর্ব মোট | ৪০৬ | ১৬৫ | ৫৭১ |
১২জন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত।
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
৮০% | ৯৫% | ৮৯% | ১০০% | ১০০% |
বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে জয় লাভ সহ হামর্দনাথ এর অংশ নিয়ে প্রথম স্থান অর্জন।
মাদ্রাসাকে একটি আদর্শ মাদ্রাসা হিসাবে পরিনত করা এবং কামিল করার আশা রয়েছে।
টেংরা ইউনিয়নের সন্নিকটে এটি অবস্থিত। সহযেই যাওয়া সম্ভব।
১০ জন তার মধ্যে ৪জন মেয়ে এবং ৬জন ছেলে রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস