সিলেট বিভাগের দ্বিতীয় প্রাচীন বিদ্যালয় রাজনগর পোর্টিয়াস হাই স্কুল ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। কালের বিবর্তনে এ স্কুলটি ২০১১ সনে রাজনগরের একমাত্র মডেল উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ঐতিহ্যবাহী এ স্কুলে রাজনগর এলাকার অসংখ্য ছাত্র ছাত্রী লেখাপড়া করতে আসে।
স্কুলের অবস্থান: রাজনগর পোর্টিয়াস মডেল হাই স্কুলটি রাজনগর বাজারের উত্তর প্রান্ত অবস্থিত। এর পশ্চিমে রয়েছে ঐতিহ্যবাহী জামাল খাঁর দিঘি। উত্তরে খারপাড়া গ্রাম, এবং দক্ষিনে রয়েছে বিশাল ক্ষেতের মাঠ।
ছাত্র-ছাত্রীর সংখ্যা:
শ্রেণীর নাম | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট |
৬ষ্ঠ | ১০০ | ২৫ | ১২৫ |
৭ম | ৮৩ | ১০ | ৯৩ |
৮ম | ৮৯ | ২৫ | ১১৪ |
৯ম | ৪২ | - | ৪২ |
১০ম | ৫১ | - | ৫১ |
মোট | ৩৬৫ | ৩৫ | ৪২৫ |
অফিস:
রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়
রাজনগর, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস