বিদ্যালয়টি উপজেলা শিক্ষা অফিস থেকে ০৩ কিঃমিঃ দক্ষিন দিকে অবস্থিত।
এটি ১৯৪৪ সালে গয়ঘড় কুঞ্জকিশোর পাঠশালা নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সনে জাতীয়করন হয়।
বিদ্যালয়ের মোট ভূমির পরিমান ১০ শতক।
শিক্ষক-শিক্ষিকা ০৪ জন।
শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিকঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
প্রাক প্রাথমিক | ৮ | ৭ | ১৫ |
১ম | ১১ | ১১ | ২২ |
২য় | ১০ | ১৪ | ২৪ |
৩য় | ৯ | ১০ | ১৯ |
৪র্থ | ১২ | ১২ | ২৪ |
৫ম | ১১ | ১২ | ২৩ |
সর্বমোট | ৬১ | ৬৬ | ১২৭ |
বর্তমান পরিচালনা কমিটিতে সদস্য সংখ্যা ১১জন।
শতভাগ ভর্তি নিশ্চিত, ঝরে পড়া রোধ ও সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করা বিদ্যালয়ে মূল লক্ষ।
অফিস
গয়ঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
গয়ঘড়, রাজনগর, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস