শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়টিতে রয়েছে ২টি দালান কোটা ১টি টিন সেট ঘর এবং বিদ্যালয়টিতে ৩২জন শিক্ষক/শিক্ষীকাবৃন্দ ও প্রায় ১১৪৯জন ছাত্র/ছাত্রী রয়েছে।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ৬নং টেংরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপনের উদ্ধোক গ্রহন করেন অত্র এলাকার শিক্ষানুরাগী কিছু মানুষ, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বিদ্যালয়। ধীরে ধীরে এই বিদ্যালয় কাচাঁ থেকে পাকা তারপর বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের সাফল্যতার পেক্ষিতে এখন এই বিদ্যালয়ে ২টি বিল্ডিং রয়েছে। বর্তমানে তা পরীক্ষা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়।
শ্রেনী | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট | মুসলীম | হিন্দু | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||||
৬ষ্ঠ | ১১১ | ১৪৯ | ২৬০ | ৬৮ | ৮৯ | ১৫৭ | ৪৩ | ৬০ | ১০৩ |
৭ম | ১১৮ | ১৭২ | ২৯০ | ৪৫ | ৯৫ | ১৪০ | ৭৩ | ৭৭ | ১৫০ |
৮ম | ১০০ | ১৩৯ | ২৩৯ | ৪৬ | ৬৯ | ১১৫ | ৫৪ | ৭০ | ১২৪ |
৯ম | ৮৭ | ১০০ | ১৮৭ | ৩৯ | ৫৪ | ৯৩ | ৪৮ | ৪৬ | ৯৪ |
১০ম | ৬৭ | ১০৬ | ১৭৩ | ২৪ | ৬৪ | ৮৮ | ৪৩ | ৪২ | ৮৫ |
মোট | ৪৮৩ | ৬৬৬ | ১১৪৯ | ২২২ | ৩৭১ | ৫৯৩ | ২৬১ | ২৯৫ | ৫৫৬ |
বর্তমান পরিচালনা কমিটি
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ আছকর মিয়া | সভাপতি |
০২ | জনাব ধীরেশ চন্দ্র সরকার | সাধারন শিক্ষক সদস্য |
০৩ | জনাব মোঃ শফিকুর রহমান | সাধারন শিক্ষক সদস্য |
০৪ | জনাবা দিপ্তী রানী দেবী | সংরক্ষিত মহিলা সদস্য |
০৫ | জনাব আব্দুল গফ্ফার খান | সাধারন অভিভাবক সদস্য |
০৬ | জনাব বিপিন উপাধ্যায় | সাধারন অভিভাবক সদস্য |
০৭ | জনাব মো: রফিক মিয়া | সাধারন অভিভাবক সদস্য |
০৮ | জনাব শেখ সাদিকুর রহমান | সাধারন অভিভাবক সদস্য |
০৯ | জনাবা স্মৃতিলতা মজুমদার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব মধুসুদন চক্রবর্তী | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | জনাব মো: ফজলু খান | শিক্ষানুরাগী সদস্য |
১২ | জনাব বাবুল চন্দ্র দে | সদস্য সচিব |
২০০৯ সালে এসএসসি- ৮৯.১৩%
২০১০ সালে এসএসসি- ৯৩.৯০% জেএসসি- ৪৩.০৪%
২০১১ সালে- এস.এস.সি- ৯০% জেএসসি- ৫৯.০৪%
২০১২ সালে- এস.এস.সি-৯৫%, জে.এস.সি- ৭৫%
২০১৩ সালে- এস.এস.সি-৯৭%, জে.এস.সি- ৭৯%
এই বিদ্যালয়টি ০১/০১/১৯৭৩খ্রি: তারিখে প্রতিষ্ঠিত হওয়ার পর এ এলাকার অনেক ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পায়। বিশেষ ককরে মেয়েরা লেখাপড়া করায় নারী শিক্ষার হার যতেষ্ট বৃদ্ধি হচ্ছে। অনেক ছেলে মেয়ে এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পর সরকারী বিভিন্ন বিভাগে চাকুরী করছে। বর্তমানে এ বিদ্যালয়ে ১১৪৯জন ছেলে মেয়ে শিক্ষাগ্রহন করছে বিধায় শিক্ষিতের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
এই বিদ্যালয়ে ভবিষ্যতে কলেজ করার ইচ্ছা আছে সবার।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক সন্দুর পরিবেশে এর অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস