বিদ্যালয়টি খোলামেলা পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ে ৪টি ফলজ গাছ এবং ১৫টি বনজ গাছ আছে। বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায় চারদিকে দেওয়ালের প্রয়োজন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিকঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
প্রাক প্রাথমিক | ১২ | ১২ | ২৪ |
১ম | ১৯ | ২৭ | ৪৬ |
২য় | ১২ | ২৮ | ৪০ |
৩য় | ১২ | ৩২ | ৪৪ |
৪র্থ | ১৫ | ৩৯ | ৫৪ |
৫ম | ১৭ | ২১ | ৩৮ |
সর্বমোট | ৮৭ | ১৫৯ | ২৪৬ |
বর্তমান পরিচালনা কমিটিতে ৮জন পুরুষ ও ৪জন মহিলা সহ মোট ১২জন সদস্য রয়েছেন।
শতভাগ পাশের হার অব্যাহত রাখা এবং ঝরে পড়া রোধ করা।
অফিস
ভূজবল সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভূজবল, রাজনগর, মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস