ব্যবসা-বানিজ্যে রাজনগর উপজেলা অগ্রসর হতে পারেনি।কোনে উল্লেখযোগ্য নদীবন্দর না থাকায় ও মূল জেলা শহর নিকটবর্তী হওয়া- এর কারণ হতে পাড়ে।উপজেলার মূল উৎপাদিত পণ্য ধান,মাছ ও চা-পাতা।এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাছ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়।উৎপাদিত চা-পাতা পরিমাণ বাৎসরিক-প্রায় ৩৫০০মে.টন।উৎপাদিত চা-পাতা চট্টগ্রামের ব্রোকারেজ হাউজের মাধ্যেমে বিক্রি হয়।
এছাড়া -মুদিদোকান,ধান-চাউলের ব্যাবসা,কাঠের ব্যবসা উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস