রাজনগর উপজেলা মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার একটি।উপজেলার উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা; পূর্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা; দক্ষিণে মৌলভীবাজার জেলার সদর ও কমলগঞ্জ উপজেলা;পশ্চিমে মৌলভীবাজার জেলার সদর উপজেলা। উপজেলার মোট আযতন-৩৪৯.৬৩ বর্গ কি.মি.।ভূপ্রাকৃতিক ভাবে নিম্ন এলাকা ও টিলা শ্রেণীর ভূমি দ্বারা গঠিত। উপজেলার উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ-পশ্চিম অংশ নীচু এলাকা।নীচু এলাকার জমির পরিমাণ-৯৬৫১ হেক্টর,মাঝারী নীচু এলাকার ভূমির পরিমাণ-৪৮৯৫ হেক্টর। নীচু এলাকায় হাওর কাওয়া দীঘি অবস্থিত।ফতেহপুর,পাচঁগাও,কামারচাক ইউনিয়নের বেশীর ভাগ ভূমি এই নীচু অঞ্চলে পড়েছে।বর্ষাকালে অধিকাংশ এলাকা জলমগ্ন থাকে।এই নীচু এলাকায় উপজেলার বোরো আবাদের ক্ষেত্র।
উপজেলার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশ পাহাড়ী এলাকা।ছোট ছোট টিলার সমন্বয়ে এ এলাকাটি গঠিত।এলাকাতেই উপজেলার সকল চা বাগান অবস্থিত। উচু জমির পরিমাণ-৭৭৫৪ হেক্টর ও মাঝারী উচু জমির পরিমাণ-৯৫৪৩ হেক্টর।
উপজেলার উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে কুশিয়ারা নদী ও দক্ষিণ প্রান্ত দিয়ে মনু নদী প্রবাহিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস