বৈষ্ণব সাধক শ্রী রাধারমন গোস্বামী স্মৃতি বিজরিত এই আখড়ার বয়স প্রায় ৫০০ শত বছর।আখড়ার ভেতরে অসংখ্য পুরোনো মন্দির ও বৈষ্ণব সাধকদের সমাধি কালের সাক্ষী হয়ে এখনও আছে।রাধারমন গোস্বামী সাধন-ভজনের জন্য এখানে ছিলেন।তাঁর নামে আখড়ার প্রবেশমুখে একটি সমাধি মন্দির রয়েছে।এখনও পাশাপাশি দুটি মন্দির চালু আছে।আখড়ার এলাকা প্রায় ৩একর।প্রতিবছর ঝুলনযাত্রা অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষের সমবেশ ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস