আজ ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙ্গালী জাতীর ইতিহাসে একটি কলঙ্কময় দিন। এই দিনে সর্বকালের শ্রেষ্ট বাঙালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। এই শোকময় দিনটি উদযাপনের জন্য রাজনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলার সুয়োগ্য উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আছকির খান। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্থারের জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনার জন্য মুনাযাত ও সিরনি বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিয়োগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS