রাজনগর উপজেলা সিলেট-মৌলভীবাজার ও মৌলভীবাজার-বড়লেখা মহাসড়কের মধ্যে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যাবস্থা অত্যন্ত উন্নত।মৌলভীবাজার শহর থেকে মটরযান যোগে মাত্র ১৫ মিনিটে রাজনগর সদরে পৌঁছা যায়।সিলেট শহর থেকে মাত্র ৪৫ মিনিটে সড়কপথে আসা যায়।প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সড়ক পথে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে।মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসটার্মিনাল থেকে সার্বক্ষণিক বাস,টেম্পু,সিএনজি পাওয়া যায়।এসব মটরযান যোগে মৌলভীবাজার-কদমহাটা-গোবিন্দবাটি-রাজনগর-পাঁচগাও-ফতেহপুর যাওয়া যায়।আবার মৌলভীবাজার-কদমহাটা-গোবিন্দবাটি-টেংরা-তারাপাশা যাওয়া যায়।উত্তরভাগ ও মুন্সীবাজার ইউরিয়নের উপর দিয়ে সিলেট – মৌলভীবাজার মহাসড়ক যাওয়ায়- ঐ ইউনিয়নমমূহের সকল স্থানে সড়ক পথে যাতায়াত করা যায়।উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও সড়কপথে গমন করা যায়। শুধু হাওর এলাকায় অবস্থিত কিছু অঞ্চলে(অন্তেহরি,রক্তা,আমিরপুর)এখনও বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS